
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যন প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর ব্যাপক গণসংযোগ ও জনসভা করেছেন। ২১ মে (মঙ্গলবার) দিনব্যপি চান্দলা ইউনিয়নে এ গণসংযোগ ও জনসভা করেন।
সরেজমিনে ঘুরে দেখাযায়, আনারস প্রতীকের পক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী নেতা কর্মীদের নিয়ে উপজেলার চান্দলা, করিমপুর, হুরারপার, চারিপাড়া, সবুজপাড়া, খলিপাপাড়া, বড়ধুশিয়া, ছোটধুশিয়া, সবুজপাড়া, তাল্লুকপাড়া, বলাখাল, ধর্পনারায়নপুর, পদুয়া খামাচাড়া, গজারিয়া ও রামচন্দ্রপুর গ্রামের প্রতিটি বাড়িতে গণসংযোগ করেন এবং আনারস প্রতিকে ভোট চান। এছাড়া একই দিন তিনি চান্দলা ইউনিয়নের বিভিন্ন স্থানে আনারস প্রতিকে জনসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারয়ার খান, চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যুবলীগের আহ্বায়ক সুলতান আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সালাউদ্দিন ভূইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার দিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।