
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবু সাঈদ মিঞা মনু (ঘোড়া প্রতীক) দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ১১ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ৬ হাজার ২৯৪ ভোট। মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মৃদুল আহমেদ (চশমা প্রতীক) ১০ হাজার ১০৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিপুল বরন ঘোষ পেয়েছেন ৬ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন (হাঁস প্রতীক) ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (জেপি)’র সিমা আক্তার (বাই-সাইকেল প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৮০২ ভোট।
কাউখালী উপজেলা নির্বাচনে মোট ৩৩টি ভোট কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।