
মোস্তফা মিয়া – পীরগন্জ রংপুর : রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ৬-ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯ শত ৭২টি, তার মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ৯৩ হাজার ৮ শক ৮৭টি, অবৈধ ভোটার সংখ্যা ৪ হাজার ৩৮টি, সর্বমোট প্রাপন্ত সংখ্যা ৯৭ হাজার ৯ শত ২৫টি এবং প্রাপন্ত ভোটের শতকরা হার ২৯.৩২%। মঙ্গলবার (২১ মে-২৪) সকাল ৮ থেকে বিকেল ৪ঘটিকা পযর্ন্ত ভোট গ্রহনের কাজ হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল আনারস মার্কা নিয়ে ৪৪ হাজার ৫ শত ৯৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী ঘোড়া মার্কায় নিয়ে ৩৪ হাজার ৬ শত ৮১টি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে নুর আলম মিয়া যাদু লাঙ্গল মার্কা নিয়ে ১৫ হাজার ৩ শত ৮৪টি ভোট পেয়ে পরাজিত হলেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে শফিউর রহমান মন্ডল মিলন তালা মার্কা নিয়ে ৪১ হাজার ১ শত ৬৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আজাদ বাবলু মাষ্টার চশমা মার্কা নিয়ে ৩৬ হাজার ৭টি, সাগর মিয়া টিউবওয়েল মার্কা নিয়ে ৫ হাজার ৬ শত ৮৪টি, মোনায়েম সরকার মানু টিয়া পাখি মার্কা নিয়ে ৮ হাজার ৩ শত ৭১টি, সালমান সিরাজ রিজু বই মার্কা নিয়ে ২ হাজার ৬ শত ৫৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সেলিনা আক্তার শিখা হাঁস মার্কা নিয়ে ৫২ হাজার ৯ শত ৮১টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা (রিনা) কলস মার্কা নিয়ে ৩২ হাজার ৮ শত ০৩টি ও শিরিনা আক্তার ৬ হাজার ২ শত ৩৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের স্থানীয় প্রশাসন ভোটগ্রহনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছিলেন, এদিন ১২৩টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণ, ছিলেন ম্যাজিষ্ট্রেট, নির্বাচন সুষ্ঠু করতে সরকারের বিভিন্ন সংস্থার ছিল সতর্ক নজরদারী। ভোটগ্রহনে নিয়োজিত কর্মকর্তাগণ আন্তরিকতার সাথে দয়িত্বপালন করেছেন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল তুলনামূলক অনেক কম, এদিকে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় পীরগঞ্জের অভিভাবক বাংলাদেশ সংসদ এর মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা কে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন।