
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চার আওয়ামী লীগ নেতাদের পরাজিত করে উপজেলা পরিষদের টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের একান্ত আস্থাভাজন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু।
নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর শহিদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পান ২ হাজার ১৪, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন কাপ- পিরিচ প্রতীক নিয়ে ভোট পান ৫ হাজার ৭৮৫, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল আনারস প্রতীক নিয়ে ভোট পান ৫ হাজার ৭৬৭ ও আওয়ামী নেতা মোঃ ফরিদুল ইসলাম খান দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পান ১ হাজার ৩১৪। নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে নির্বাচনে প্রচার প্রচারণা করেন।
এ সুযোগ কাজে লাগিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ মিয়া মনু। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন প্রার্থী আবু সাঈদ মিয়া মনুর পক্ষে কাজ করেছেন। উপজেলার ৩৩ টি কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ২৬ হাজার৭৫৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.১৬%। কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।