
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন ৩৬১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১৯১৬ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরি হক আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে ৭১৪ ভোট পেয়েছেন আমিনুল ইসলাম ও মীর গোলাম ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের ইকবাল হোসেন ১৬৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান জামাল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬৬৮০ ভোট, অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকে শহিদুল ইসলাম পেয়েছেন ১৪৫২২ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে আরিফা আক্তার পেয়েছেন ২৫৭১৯ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ১৯৪৬৮ ভোট পেয়েছেন ফুটবল প্রতীকের চায়না খানম, অপর প্রার্থী হাঁস প্রতিকের কাজী নাসরিন পেয়েছেন ২৭৬৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ৯০ হাজার ৮১ জন। এছাড়া অন্যান্য ভোটার একজন। মোট ভোটকেন্দ্র ছিলো ৭৩টি।