
দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন বাসীর পক্ষ থেকে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লুৎফর হায়দার রশিদ ময়নাকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
চলতি মাসের ২৮ মে নির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ গ্রহন শেষে বিকালে তানোর উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারে আওয়ামীলীগ দলীয় পার্টি অফিসের সামনে নবনির্বাচিত চেয়ারম্যান ময়নাকে ইউপি নির্বাচন কমিটির পক্ষ থেকে গণ সংবর্ধনা দেন, নির্বাচন কমিটির সদস্যবৃন্দ ও ইউপি আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা। বিশিষ্ট ব্যবসায় আওয়ামী লীগ নেতা এরশাদ আলী। ইউপি যুবলীগ নেতা সাফিউল ও যুবলীগ নেতা রবিউলসহ ইউপি আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
সদ্য হয়ে যাওয়া তানোর উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতিকের পক্ষে কামারগাঁ ইউপি নির্বাচনে কমিটির আহবায়ক সুফি কামাল মিন্টুর সভাপতিত্ব ও কামারগাঁ ইউপি উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার নির্মল সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।