
রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।
১ জুন (শনিবার) দুপুরে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা নিচ্ছে। হাটে আসা দুু জন ব্যাক্তি লোহাগাড়া গ্রামের রফিকুল ও বগুড়া জেলার আঃ মজিদ নামে দু জন ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রশাসনকে এটা দেখা উচিত।
গরুর রশিদ লেখক মাধবপুর গ্রামের সিরাজুল ইসলাম অতিরিক্ত টোলের বিষয়ে বললে তিনি বলেন, হাটের ইজারাদার লিয়নের নির্দেশে ৫০০ এবং ছাগল ১৮০ টাকা করে নিচ্ছি।আমরা ১ পাতা লিখলে ১০ টাকা করে পায়।
এ বিষয়ে ক্যামেরার সামনে আরো অনেকেই বলেন, কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা।
একই চিত্র বাই- সাইকেল হাটেও লক্ষ করা যায় এবং কি মাছের বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছও বিক্রী করছে দেদারশে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বিষয়টি জানালেও তারা কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন না।
হাট ইজারাদার লিয়নকে মুঠোফোনে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায় নি। অতিরিক্ত টোলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানকে মুঠো ফোনে কল দিলে তিনি কলটি কেটে দেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে মুঠোফোনে কল দিয়ে অতিরিক্ত টোলের বিষয়ে জানতে চাইলে, তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।