
মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকের কাওসার আমিন হাওলাদার (মাল্টা আওয়ামীলীগের সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা) ১৪ হাজার ১শ ৪ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ হাওলাদার ৯ হাজার ৪২ ভোট পেয়েছেন। টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মাইনুল ইসলাম রুবেল ১৫ হাজার ৭শ ৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান ১৫ হাজার ২শ ৭৮ ভোট পেয়েছেন। হাঁস প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার শিরিন ২১ হাজার ৭শ ৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজোয়ানা হিমেল ১৪ হাজার ২শ ২৫ ভোট পেয়েছেন। অবাধ, সুষ্ঠ নির্বাচন, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৯জুন রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ভোটার সংখ্যা ৭১হাজার ৭শ ৫৫। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬.০৯%।