
মামুন হোসেন স্টাফ রির্পোটার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা মো: এহসাম হাওলাদার।
তিনি বলেন, ঈদ বিশ্ব মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণী-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ। পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তির সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন তিনি। জনপ্রিয় এই নেতা মাননীয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জননেতা মহিউদ্দীন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলার দেশসেরা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর দীর্ঘায়ু কামনা করেন।