
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আ: ওহাব মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: বেলায়েত হোসাইন এর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদ্রাসার সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে মাদ্রাসার সাবেক ছাত্রীরা অভিভাবক সহ প্রায় অর্ধ শতাদিক ভুক্তভোগীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, এই মাদ্রাসার সাবেক ছাত্রী রাবেয়া আক্তার, অভিভাবক ফাহিমা, লিমা বেগম, রোজি বেগম। বক্তারা অধ্যক্ষ মাওলানা মো: বেলায়েত হোসাইন এর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বিভিন্ন অনিয়মের বিচারের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
মাওলানা মোঃ বেলায়েত হোসাইন বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন মিথ্যা স্থানীয় কোন্দল আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।