
নিজস্ব প্রতিবেদক সোহাগ
ডাকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া বাজার সংলগ্ন
নূরজাহান নামের এক ব্যক্তির নামের বিরুদ্ধে ২৬ জুন বুধবার দুপুর ১২ টায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনের স্থানীয় সান্টু মৃধার নেতৃত্বেে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রায় ১’শতাধিক নারী পুরুষ, বৃদ্ধা, তরুন তরুণীর অংশ গ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অভিযুক্ত নূরজাহান এর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তথ্য তুলে ধরে, তার অপসারণ এর অনুরোধ জানান।
স্থানীয় সাহেদ আলী হাজি বাড়ি জামে মসজিদ এর, সভাপতি, মোঃ জাহাঙ্গীর আকন, সাধারণ সম্পাদক, মোঃ জাকির আকন, মোয়াজ্জিন মোঃ মোজাম্মেল আকন, সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে, স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহির সরদার, বলেন, সরকারি জমিজে বসবাস করে, অভিযুক্ত নূরজাহান এর বিরুদ্ধে দেহ ও মাদক ব্যাবসা করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছে বিষয়টি জানানো হয়েছে। এলাকার শাম্তি শৃঙ্খলা পরিবেশ রক্ষায়, তাকে অন্যেত্রে সরিয়ে নেয়ার স্থানীয়দের সহযোগীতায় আরো আইনী পদক্ষেপ গ্রহন করার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
মানববন্ধনের বিষয়ে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় এর কাছে জানতে চাইলে, তিনি গণমাধ্যম’কে জানান, বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জেনেছি, পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য ইউএনও মহদোয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।