
জবি প্রতিবেদক
জবিস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের (সৈনক) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সৈনকিয়ান পরিবার,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।জবিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্যোগে সৈনকের ২৫ বছর পুর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকাল ৪ টায় জবির বিবিএ বিল্ডিংয়ের নিচ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আয়োজনের মাধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপন করে শিক্ষার্থীরা। এরপর, সভাপতি এস এম বায়জিদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
সংগঠনে সহ-সভাপতি পদে, রকিবুল ইসলাম, আহাদ খান, ইসতিয়াক ইসলাম জয়, সাগর মজুমদার, মুশফিক ফাহিম, মোঃ আনিসুর রহমান, মোঃ অনিক আহমেদ, আব্দুর রহমান, আজিজুল ইসলাম, খাদিমুল ইসলাম আসিফ, শারমিন মিতু, নাহিদ সুলতানা বাবলী, সুমাইয়া তাবাসুম, মারজিয়া মেহজাবিন, মিলি খানম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে, হৃদয় মিয়া, মো. আবুল বাশার, তানজিমুল রিফাত, মো. নাজমুল হাসান শুভ, শাহাজাদা, মো: অন্তর হাসান, আমরিন জাহান অপি, আনিকা তাহসীন, তামান্না ইভা, ফৌজিয়া শারমিন ওয়েসিস, জিন্নাতুন নূর অর্পা, নাজমুন্নাহার, মারজিয়া জিনাত, মোহনা রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে, মো. আবু রায়হান পাপ্পু, শাহারিয়ার নাসিন সানি, নাজমুস সাকিব রিমন, শাকিরুল ইসলাম, আকরাম, শাকিল খান, ফাহিম ফয়সাল, রবিউল ইসলাম পুনম, ফারজিন জামান খান, মিথিয়া ফারজানা, কাজী তাসনিম প্রাপ্তি, ইসমা, শাকজিনা টুম্পা, মেহজাবিন আয়াত, উম্মে রোমান রিয়া, কাজী আফসানা।
দপ্তর সম্পাদক পদে, মো.রাফিউল আজাদ রাফি ও উপ-দপ্তর সম্পাদক পদে, সামিউল ইসলাম, শাদিদুল আসফি। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সোহানুর রহমান সোবেল। উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে, রোমান আকন্দ, লিমন।
অর্থ বিষয় সম্পাদক পদে, মো: ফজলে রাব্বী, আজিজুল হাকিম কায়েস। শিক্ষা বিষয়ক সম্পাদ, মো. জাকির হোসেন জয়
মেহেদী হাসান আপেল। আইন বিষয়ক সম্পাদক খালিদ হাসান, ইশান আহমেদ রাসেল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, জাহিদুল ইসলাম, মো: সিয়াম আবু রাফি।
সমাজ কল্যাণ সম্পাদক, মাহফুজ মিয়া, সোনিয়া আক্তার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জুবায়ের হোসেন সাকিব, ইউশা জান্নাত নুন। ক্রীড়া বিষয়ক সম্পাদক তানজিল আহমেদ ফকির, শরিফুল ইসলাম। ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পায়েল ইসলাম, আখি। উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিহা তোর জান্নাত সুপ্তি, লামিয়া আক্তার। পাঠাগার বিষয়ক সম্পাদক, মাকসুদা আক্তার মিতা, মাহিয়া আক্তার মুনা।
ধর্ম বিষয়ক সম্পাদক, মাহফুজা খান একা, আল ইমরান মুরসালাত। মানবাধিকার বিষয়ক সম্পাদক সুইট দফো, আহনাফ আকিফ খান। ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক তানজিয়া পাঠান, শাহনাজ পারভীন। পরিবেশ বিষয়ক সম্পাদক শাইদা জাহান ওসমানী, মো: মুখছেদুল হক শাওন।
মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মুমতাহিনা আফরিন মুন, উম্মে ফারজানা। বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুমাইয়া মাহফুজা, সোয়াইব। আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল হোসাইন, মাহমুদা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়।