
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার কচুয়াকাঠী গ্রামের মরহুম মোবারেক শেখ এর ছেলে কাচামালের ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ (৫৪) মঙ্গলবার ৯ জুলাই বিকেলে বসতঘরে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় অসর্তকার দরুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর অবস্থায় তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিপ্ত কুন্ডু মৃত্যু ঘোষণা করেন। কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, বিষয়টি নিশ্চিত করে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।