
স্টাফ রির্পোটার : ভান্ডারিয়া থানা পুলিশের কর্মস্থলে যোগদান উপলক্ষে বৃহস্পতিবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমির হোসেন খান, নায়েবে আমির তমিজ উদ্দিন কাজল মিয়া, সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হোসাইন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: নাদিমুল ইসলাম ও সেক্রেটারী মো: ছানাউল্লাহ সহ জামায়াতে ইসলামী – ইসলামী শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমির হোসেন খান জানান, বিগত সময়ে চলে আসা জুলুম নিপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও জনমানুষের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে তাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।