
বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের সভাপতি ও ভারতে আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী শাহজাহান খান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম এবং র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান সহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুরের আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
রোববার পিরোজপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন পিরোজপুর সদর থানাকে মামলাটি এফআইআর ভূক্ত করার আদেশ দেন।
মামলার বাদী বাবুল হাওলাদার অভিযোগ করেন, তার ছেলে ঢাকার সদরঘাটের শ্রমিক সানি বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিল। এ কারণে অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে আত্মগোপনের জন্য সানি পিরোজপুরে তার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়। সেখান থেকে ২০১৩ সালের ১০ জানুয়ারি রাতে র্যাব-১০ পরিচয়ে তার ছেলেকে তুলে নেওয়া হয়।
এরপর তিনি র্যাবের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে। এমনকি তিনি তার ছেলের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও, পুলিশ তা গ্রহন করেন নাই। ঘটনার পর থেকেই সানি গুম রয়েছে বলে দাবি করেন বাবুল। শেখ হাসিনা, শাহজাহান খান এবং সানজিদা খানমের নির্দেশেই র্যাব সানিকে গুম করেছে বলে দাবি বাবুলের।