
শাহাদাত হোসেন
নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি:
নোয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলা চারএলাহী ইউনিয়নে বিএনপি’র সভাপতি এবং সাবেক চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন তােতা জানাজা আজ সম্পন্ন।
রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত।
আব্দুল মতিন তােতা জানাজা উপস্থিত ছিলেন, নোয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নরুল আলম সিকদার, বিএনপি’র সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভার বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এছাড়াও কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি নেতা তােতা চেয়ারম্যানকে যে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাকরেছে যারা তাদের রক্ষা নেই এবং দােষীদদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিএনপি নেতা জানাজা উপস্থিত ছিলেন, কােম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলায়েত হােসেন।
জানাজা শেষে মরহুম’র লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।