
শাহাদাত হোসেন
নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি:
বসুরহাট পৌরসভার জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিলে প্রধান ওয়ায়েজ ডক্টর আবুল কালাম আজাদ বাশার এবং সিরাত মাহফিল নিয়ে করুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, কােম্পানীগঞ্জ উপজেলায় মাকসুদাহ গার্লস” স্কুলের ইংরেজি শিক্ষক রাহিম জুয়েল।
২৩ সেপ্টেম্বর (সােমবার) বিকেলে বসুরহাট পৌরসভার মিলনায়তনে সিরাত মাহফিলে প্রধান ওয়ায়েজ নিয়ে স্কুল শিক্ষক রাহিম জুয়েল ফেইসবুক পেইজে লিখেছেন বাশার সাহেবে’রা মােটিভেশন দিয়ে ঠেকে মাস্টারভেশনে।
তিনি আরও লিখেন বাশার সাহেবে’রা টাকা পান,তার বিনিময়ে মাঠ গরম করেন। টাকা যত বেশি চিৎকার জজবাও তত বেশি। আর আমাদের হেদায়েত!!
তিনি ফেইসবুক পেইজ লিখেছেন ওয়াজ-নসিহত চলতে পারে তবে কি বাচ্চাদের কানের পর্দা ফাটানো? উজ্জবুক বাঙালি বার বার প্রমাণ করে চলেছে।
মাকসুদাহ গার্লস” স্কুলের ইংরেজি শিক্ষক রাহিম জুয়েল নিজের ফেইসবুক পেইজের লেখা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ নানান ব্লগে এখন সমালোচনার ঝড় বইছে।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ওই বক্তব্যের নিন্দা জানাচ্ছেন। এ বিষয়ে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন শহিদী কাফেলা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নেতা কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যার ফলে রাগে,ক্ষোভে নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন প্রকার শাস্তির দাবিতে সামাজিক যােগাযােগে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।