
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ইসলামাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির কারণে অপসারণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপি প্রধান করেন উক্ত মাদ্রাসার ছাত্র -ছাত্রী ও এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক এর বিরুদ্ধে ছাত্র -ছাত্রী ও এলাকাবাসী মিলে ইসলামাবাদ আলিম মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর পর ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজাহারুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রধান করেন।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক ২০০৬ সাল থেকে ইসলামাবাদ আলিম মাদ্রাসায় যোগদানের পর থেকে নানা দুর্নীতিতে জরিয়ে পরেন, তিনি অধিকাংশ সময় মাদ্রাসায় অনুপস্থিত থেকে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করেন এবং শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে বৈষম্যমূলক ও পক্ষপাতিত্বপূর্ণ আচরণ ও হেনস্তা করে থাকেন। শিক্ষাদান ও অর্থিক অনিয়ম ছাড়াও তিনি অনেক শিক্ষক কর্মচারীকে অযথা হয়রানি করে অযোগ্য প্রমাণ করার অপচেষ্টা করে জোর পূর্বক পদ্যত্যাগে বাধ্য করার চেষ্টা করেন। এছাড়া জোরপূর্বক সিনিয়র শিক্ষকদের শিক্ষাদানে অপারগতার অজুহাতে তাদের কাছ থেকে অর্থ আদায় করে থাকেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দূর্নীতিবাজ মাওলানা অধ্যক্ষ এমদাদুল হকের পদত্যাগ ও অপসারণের দাবি জানান ছাত্র -ছাত্রী ও এলাকার সচেতন মহল।