
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রথমিক শিক্ষকবৃন্দর আয়োজনে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড়। বাস্তবাযনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠীত হয়।
শনিবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সমনে মানব বন্ধনে আংশ নেন উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিক্ষিকাগন।
এতে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক আলাউদ্দিন, আতিক উল্লাহ, জাহাঙ্গীর, মিজান, দিপন বড়ুয়া ছালামত উল্লাহ,শাহাজাহান, অংজাই চাক, ছাইহ্লা অং চাক, জান্নাত আরা মুন্নি, মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন বিদ্যলযের শিক্ষক গন সহ উপজেলা নির্বাহি অফিসার বরাবরে একটি স্মারক লিপি প্রধান করে।