
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় দ্যা ম্যাসেঞ্জার ইসলামিক একাডেমির আয়োজনে সিরাতুন্নাবি (স:) উপলক্ষে দোয়া আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ( সেপ্টেম্বর) দ্যা ম্যাসেঞ্জার ইসলামিক একাডেমির সেমিনার কক্ষে এ দোয়া আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাফেজ মাসুম বিল্লার সঞ্চালনায় দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মো: তুহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মঘিয়া সালেহীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুম বিল্লা, কচুয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: অলিউল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন, চরসোনাকুর আলিম মাদ্রাসার প্রভাষক শরীফ হোসেন, শিক্ষক মাওলানা মতিউর রহমান, মাওলানা আলামিন সহ প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রমূখ।