
মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ সাপ্তাহিক আলোকিত পত্রিকার ১ যুগ পূর্তি উপলক্ষে ৩০ মার্চ বুধবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা পত্রিকার উত্তর কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরূন্নবী নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এই মিডিয়া জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। সাপ্তাহিক আলোকিত পত্রিকাটি তেমনি ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে।পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে পত্রিকাটি সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে।
পত্রিকাটি হেঁটে হেঁটে এক যুগ পূর্তি হলো আমরা আশা করছি পত্রিকাটি পূর্বের মতই নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এইচ এম আনেয়ার মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, বীর মুক্তিযুদ্ধা আলী আহমেদ, তরুন সমাজ সেবক হাজী কামরুল হাসান সাউদ, আলহাজ্ব রিয়াজ আহমেদ, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ এই সময় আরো উপস্হিত ছিলেন সাংবাদিক নারায়ন রবি দাস, মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী সুজন, জাহিদ হোসেন, জাকির হোসেন সৈকত, রুহুল আমিন খান স্বপন, আমান উল্যাহ খান ফারাবি, গাজী মমিন, মামুন হোসাইন সহকারী শিক্ষক রাছেল হোসেন, ইয়াকুব হোসেন ও ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডার গার্টেনের কোমলমতি শিক্ষার্থী বৃন্দ।