
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরে ৪২তম বিসিএস হেলথ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৫৪ জন চিকিৎসক কে বরণ করে নিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শরীয়তপুর। আজ সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা বিএমএ’র আয়োজনে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এই বরন অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএমএ সভাপতি ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে ৪২তম বিসিএস হেলথ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রফেসর ডা. মো. এস.কে. শহীদ উল্লাহ, শরীয়তপুর জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. হারুন-অর-রশিদ, দিনাজপুর মেডিকেল কলেজের প্রাক্তন পরিচালক, ডা. নির্মল চন্দ্র দাস, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান, বিএমএ’র সাবেক সভাপতি, ডা. এম. এ. বারী, জেলা বিএমএ সিনিয়র সহ-সভাপতি ডা. মাহামুদুল হাসান, সহ-সভাপতি ডা. সুমন কুমার পোদ্দার, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সফিকুল ইসলাম, ডা. হিল্লোল কুমার চৌধুরী ম্যানেজার মেডিকেল অ্যাটফেয়ার্স বিভাগ, রেনাটা লিমিটেড, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজারসহ শরীয়তপুরের সিনিয়র কনসালটেন্ট জুনিয়র কনসালটেন্ট ও বিভিন্ন সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার শেখ মোস্তফা খোকন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আশা নিয়ে এত চিকিৎসকদের একসাথে নিয়োগ দিয়েছেন সেই আলোকে আমরা শরীয়তপুরের সকল চিকিৎসকবৃন্দ একযোগে কাজ করে যাব। আমরা মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সবাই মিলে শরীয়তপুরের স্বাস্থ্য ব্যবস্থাপনা কে এমন এক পর্যায়ে নিয়ে যাব যাতে করে শরীয়তপুরের কোন মানুষ আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
তিনি বক্তব্যের শুরুতেই বলেন এই কোভিদ মহামারীতে যেই সমস্ত চিকিৎসকগণ নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসাসেবা প্রদান করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তিনি তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। অন্যান্য যেসকল চিকিৎসকবৃন্দ ভয়-ভীতি উপেক্ষা করে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন তাদেরকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শরীয়তপুর জেলার সমস্ত চিকিৎসকদের সকল প্রকার সুখ-দুঃখের সাথি হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।