
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিশ্বের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জালি প্রদান করেছেন ক্লাবের সাংবাদিকবৃন্দ। উপজেলা প্রশাসন আয়োজিত মহীদ মিনারে সংগীত পরিবেশন ও রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জালি নিবেদন করেন টাঙ্গাইল (৩) ঘাটাইল ্আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনসহ প্রসাশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল ৮টায় ঘাটাইল প্রেস ক্লাব আয়োজিত প্রভাত ফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন শহীদদেও আতœার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবে সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমান, সহ সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য, সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি মোঃ রবিউল আলম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়া টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও আমার সংবাদ ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ, কোষাধক্ষ্য ও দৈনিক আলোকিত সকাল ঘাটাইল প্রতিনিধি মোঃ হেলাল তালুকদার, দপ্তর-সম্পাদক ও দৈনিক প্রতিদিনের চিত্রের ঘাটাইল প্রতিনিধি সবুজ সরকার সৌরভ, আমার প্রানের বাংলাদেশের ঘাটাইল প্রতিনিধি রকিবুল ইসলাম জসিম, দৈনিক সময়ের আলো ঘাটাইল প্রতিনিধি আল আমীন রহমান প্রমুখ।