
সাইফুর নিশাদ নরসিংদী প্রতিনিধি
মনোহরদীতে অতি দরিদ্র পরিবারের জন্য দেয়া সরকারের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বেচে ডিলার বিদেশে পলায়নের একটি অভিযোগ জানা গেছে।
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের জন্য সরকার নিযুক্ত ডিলার ১০ কেজি দরের চাল গোপনে কালোবাজারে বেচে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার(১০ এপ্রিল) খিদিরপুর ইউনিয়নে কার্ডধারীদের চাল দেয়ার জন্য দিন নির্ধারিত ছিলো।কিন্তু নির্ধারিত সময়ের পরও ডিলার মতিউর রহমান মতিন কিংবা তার মালের দেখা মেলেনি। ফলে খবর নিয়ে ডিলার কর্তৃক চাল কালোবাজারে বেচে রোববারের একটি ফ্লাইটে তার দুবাই পাড়ি দেয়ার খবর মেলে।
খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জামিল মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারকে একটি লিখিত অভিযোগে বিষয়টি অবহিত করেছেন।একটি নির্ভরযোগ্য সূত্রে ডিলার মতিউর রহমান মতিন নেপাল পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. কাসেমের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, কালোবাজারে বিক্রিত চাল উদ্ধার করতে তার প্রশাসন তৎপর রয়েছেন।