
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুরে ঢাকাস্থ ঝালকাটি সাংবাদিক কল্যান সমিতির সভাপতি, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য তফা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সাব এডিটর মোঃ রেজাউল করিম বাবুল এবং রাজাপুর নিবাসী রফিকুল ইসলাম বাচ্চু মোল্লা ও শহিদুল ইসলাম মাসুদের গর্ভধারিনী মমতাময়ী” মা” তথা রাজাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আশ্রাফ আলী মোল্লার স্ত্রী রাবেয়া বেগম (৮২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় গত ৬ রমজান মোতাবেক ৮ এপ্রিল বিকেল ৫ ঘটিকায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যকালে ৩ পুত্র ৬ কন্যা সহ নাতি নাতনি রেখে যান। মরহুমার মৃত্যুতে স্থানীয় স্যসদ সদস্য বিএইচ হারুন, রাজাপুর প্রেসক্লাব, সাংবাদিক ক্লাব, রিপোটার্স ইউনিটি পরিবারকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমার জানাজা নামাজ গত ৯ এপ্রিল শনিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এবং পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হয়েছে।