
রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ফরহাদ হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাতিলা পাড়া বরাইদ ইউপি চত্তরের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় কোমলমতি শিক্ষার্থীরাও আংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরাইদ ইউপি চেয়ারম্যান গাজী মো,আব্দুর হাই, আ,লীগ নেতা ওয়াদুদ বাবু, মোশারফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ৬ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি নয়ন আলী ব্যাপারী, সাবেক ইউপি সদস্য আহসান উল্লা, এবং নিহত ইউপি সদস্য ফরহাদ হোসেনের স্ত্রী বকুল বেগম প্রমুখ। উল্লেখ্য, গত ২৩ মার্চ বুধবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ফরহাদ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করেও তার সন্ধান পান নি। পরের দিন সকালে তার বাড়ির অধুরে ধান ক্ষেতের পাশে তার মরাদেহ পাওয়া যায়। তাঁর হাত-পা ও মাথায় আগাতের চিহৃ ছিলো।