
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের নিবার্চিত নারী প্রতিনিধিদের দায়ত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ ঝালকাঠিতে“অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” ইউনিয়ন পরিষদের নিবার্চিত নারী প্রতিনিধিদের দায়ত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে দু’দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। হেলভির্টাস এর তত্বাবধানে সুইজারল্যান্ডের সহায়তায় রুপান্তরের আয়োজনে এ প্রশিক্ষণে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন নারী প্রতিনিধি অংশগ্রহন করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেলভির্টাস বাংলাদেশ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের জেপুটি ডিরেক্টর ফৌজিয়া খন্দকার ইভা, ক্যাপাসিটি বিন্ডিং কো-অর্ডিনেটর বরিশাল ক্লাস্টা রূপান্তর ঝুমা কর্মকার, প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন,জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রকল্পের সমন্বয়কারী মাহফুজুর রহমান। এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি, উন্নয়ন পরিকল্পনা, ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্থানিয় পর্যায়ে অংশগ্রহণমূলক উন্নয়ন,পরিকল্পনার ধাপসমূহ, ইউনিয়ন পরিষদের বাজেট, গ্রাম আদালত, সালিশ ইত্যাদি বিষয়ক ধারণা দেয়া হয়েছে।