
কাউখালী ( পিরোজপুর )সংবাদদাতা ।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে পিরোজপুর জেলা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়াঁ মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, অফিসার ইনচার্জ বনি আমিন, বীর মুক্তিযুদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, সমাজসেবক আব্দুল লতিফ ,প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, নারীনেত্রী সুন্দর সমাদ্দার, ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।