
কাউখালীতে পিরোজপুর (সংবাদদাতা)।
কাউখালীতে এলাকাবাসীর উদ্যোগে বুধবার সকালে কাউখালী সদরের উজিয়ালখান বেইলি ব্রিজ এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের উত্তর বাজার হয়ে উঝিয়ালখান বেলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল লতিফ খসরু, কমরেড নারায়ন মিস্ত্রি, মিলন শরীফ, অটোচালক সোহরাব হোসেন সহ আরো অনেকে।
বক্তারা বলেন জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে ভিন্ন ধরনের যানবাহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসীর অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছে।