
মোঃআব্দুল্লাহ বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের ৮নং কামারখাড়া, বালিখাড়া, ভানতি ওয়ার্ডের ইউপি মেম্বার ও উপজেলা আওয়ামী লীগের নেতা এবং তরুন সমাজ সেবক মোঃ কামাল হোসেন ষোলনল ইউনিয়ন বাসীকে পহেলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বাঙালির এই উৎসব জননন্দিত ও উপভোগ্য করতে সকলে একসাথে কাজ করতে আহবান জানিয়েছেন। তিনি বলেন, সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একসাথে কাজ করার বিকল্প নেই।