
মোঃ তুষার ইমরান, বিশেষ প্রতিনিধ।
সারাদেশের ন্যায় নাটোরের লালপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করে সাবেক ছাত্রনেতা কাজল রায়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-আলোচনা সভা করে কাজল রায়।
সভায় কাজল রায় বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেদিন ‘মায়ের ভাষার’ মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নব প্রেরণা। এরই পথ বেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। পরবর্তী নয় মাস পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সংযোজিত হয় নতুন এক স্বাধীন সার্বভৌম দেশ- ‘বাংলাদেশ’। দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
আগামী দিনে নাটোর জেলা আওয়ামী লীগ এর, কমিটিতে আসার সুযোগ হলে। সাবাই কে সাথে নিয়ে নাটোর জেলা আওয়ামী লীগ কে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি তৈরি করবো।
কাজল রায় আরো বলেন, আমি ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসেছি। চরম দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থেকেছি। দুর্দিনে অনেক অত্যাচার সহ্য করেছি। দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছি। সেই দিক থেকে আমি আশা রাখি কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে নাটোর জেলা আওয়ামী লীগ এর কমিটিতে যে কোনো পদে সবচেয়ে বেশি দাবিদার। এখন দলকে সংগঠিত করতে চাই।
তিনি বলেন, দল যদি ত্যাগী পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে তাহলে আমি আশা করি দল আমাকেই আগে চাইবে।