
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলা, বিঝারী উইনিয়ন দঃ মগর গ্রামে আদম আলী ছৈয়ালের চার নং ছেলে স্কুল শিক্ষক মাস্টার শাহ আলম, ( ৩৪ বছর) , গত ০৪-০৪-২২ ইং তারিখে বেলা ১২ টার সময় ঢাকা উদ্দেশ্যে বাড়ি হইতে রওয়ানা হয়, তার পর হইতে আজ পর্যন্ত কোন খোজ পাওয়া যায় নি,তার প্রতিবাদে মানববন্ধন করেন, শাহ আলম মাস্টার তিনি ৪৬ নং মধ্য গুলমাইজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন,এই বছর ০১-০১-২২ ইং তারিখে পিটি আই এর একজন শিক্ষার্থী হিসাবে যোগদান করেন, সম্ভাব্য সকল আন্ত্রীয় স্বজন সকলের সাথে যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোন খোজ পাওয়া জায়নি, গত ১০-০৪-২২ ইং তারিখে নড়িয়া থানায় তার নামে একটি সাধারণ ডায়েরি করেন,
ডায়রি হওয়া পর কোন এক অদৃশ্য নাম্বার হইতে ফোন করে বলেন ডায়রি উঠানো জন্য হুমকি দিতে থাকে, তারা বলেন আমরা গাজিপুর হইতে বলচ্ছি, শাহ আলম মাস্টারকে জীবিত অবস্থায় পেতে হলে তারা তারি কিছু টাকা পাঠান, তার মা বাবা, ধার কয্য করে ১২ হাজার টাকা ঐ নাম্বারে পাঠান, টাকা পাওয়া পর ঐ নাম্বার আজ পর্যন্ত বন্ধ, তার সহশিক্ষক ও বাবা, মা, আন্ত্রীয় স্বজন সকলে মিলে সকাল ১০ ঘটিকার সময় শরীয়তপুর জেলা প্রসাশক ও পুলিশ সুপারের বরাবর একটি স্বরক লিপি প্রদান করেন, তার স্ত্রীসহ আবদুল্লাহ নামে একটি আট বছরের ছেলে আছে, তার পরিবারের বৃদ্ধ পিতা – মাতা ও স্ত্রীর সন্তানে অবস্থা অত্যন্ত শোচনীয়,এমতাবস্থায় শরীয়তপুর পিটিআই কতৃক আজ সকাল ১০ ঘটিকায় সময় মানববন্ধন আয়োজন করা হয়,তাদের দাবী আমাদের সহকারী শিক্ষক শাহ আলমকে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হইক।