
সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৬ এর অভিযানে যশোর হতে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান আসামী গ্রেফতার।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৮ এপ্রিল ২০২২ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভিকটিম ইউসুফ আলী মাহফিল হতে তার নিজ বাড়ি ফেরার পথে স্থানীয় পিতম্বরপুর পৌছলে ৪/৫ জন দুস্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে চাকু, লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথা সহ শরীরের অন্যান্য স্থানে খুনের উদ্দেশ্যে আঘাত করতঃ গুরুতর জখম করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেয় ৷ এ সংক্রান্তে ভিকটিমের ভাই রনি মিয়া বাদী হয়ে যশোর জেলার চৌগাছা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০২২ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে যে, উক্ত হত্যা চেষ্টা মামলার আসামী যশোর জেলার চৌগাছা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৪.৫০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ মফিজুর রহমান @ কালা মোফা(২৫), পিতা-মিজানুর রহমান ফকির, সাং-পিতম্বরপুর, থানা-চৌগাছা, জেলা-যশোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।