
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনাকালিন সময়ে বিশেষ অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবি সংগঠন ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশকে বিশেষ সম্মাননা পত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গত দুই বছর যাবৎ করোনা প্রতিরোধে ও পরবর্তীতে ভ্যাকসিনেশন প্রোগ্রামে অসামান্য অবদান রাখার সাথে প্রত্যন্ত অঞ্চলগুলোতে জরুরী স্বাস্থ্যসেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার জন্য এ সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা স্মারক ও সম্মাননা স্মারক তুলে দেন ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
এসময় তিনি বলেন, করোনার শুরু থেকে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সাথে করোনা মোকাবেলায় যে পরিমাণ কাজ করেছে এবং পরবর্তীতে করোনা প্রতিরোধে ভ্যাকসিনেশন প্রোগ্রামে স্বাস্থ্য বিভাগকে যেভাবে সহযোগিতা করেছে তা অস্বীকার করার কোন উপায় নেই। তাদের এ কাজের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান নিলয়, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা চামেলি আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।