
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা হতে ০৪ ছিনতাইকারী গ্রেফতার।
অদ্য ০১/০৫/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ০০:০১ ঘটিকা হতে ০১:০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আল আমিন (২৭), ২। মোঃ রয়েল (২৫), ৩। মোঃ মিরাজ (২২) ও ৪। মোঃ কালাম (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু, ০২টি ফোল্ডিং ছুরি ও ০৩ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
_____________________________
Cell: +8801847474393