
নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পরিষদ হলরুমে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুর তিনটার সময় পাঁচজন ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন হুইপ স্বপন।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আ”লীগ জনগণের পাশে আছে পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌর মেয়র মো. শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ”লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবির এপ্লব, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনসহ স্থানীয় আ” লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।