
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার এগার গ্রাম সম্মিলনী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানবন্ধনে অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় পল্লী চিকিৎসক ও অভিভাবক ফরাজ হোসেন সিকদার, হুমায়ুন কবির, জসিম উদ্দিন হাওলাদার, কমল পাল প্রমুখ।
এসময় অভিভাবকেরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের টাকা তছরুপের অভিযোগ রয়েছে। তাঁর বিএড সনদ নিয়ে আদালতে বিচারাধিন মামলা পরিচালনার জন্য বিদ্যালয়ের তিনি তহবিলের টাকা খরচ করছেন।
তবে প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয় থেকে রেজুলেশন করে আমি মামলার খরচ চালাচ্ছি।