
আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বি.এম.খলিলুর রহমানের সভাপতিত্বে তাইজুল তালুকদারের পরিচালনায় ১৬ মে সোমবার বিকালে সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ মাহবুব আলম দলিল উদ্দিন তালুকদার, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান সরদার, পৌরসভার মেয়র এস. এম. হানিফ. যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার, আবুল হোসেন খান, ইয়াহিয়া খান, নুর মোহাম্মদ ও আবদুর রহমান এরা দুইজন দলীয় মনোনয়ন চেয়েছিলেন কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে এরা নির্বাচন থেকে সরেগিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা মার্কায় প্রার্থী মোঃ মাহবুব আলম দলিল তালুকদারে পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও মতবিনিময় সভা উপস্থিত ছিলেন পূর্ব এনায়েতনগর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারন জনগন।