
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে র্যালী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নির্দেশে এবং সুনামগঞ্জের বিশিষ্ঠ ব্যবসায়ী ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আমদের নেতৃত্বে র্যালী ও পৌর শহরের ঐতিহ্যবাহি যাদুঘর প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে পৌর শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঐতিয্য যাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি বাবু রঞ্জন রায়, যুবলীগ নেতা দিরাই পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন মিয়া, জেলা যুবলীগ নেতা পাভেল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মরিুজ্জামান সুজন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ, সাধারন সম্পাদক সুহেল আহমদ, দিরাই পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ, সাধারন সম্পাদক জুয়েল আহমদ, ছাতক যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন ও জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মনসুর আলম প্রমুখ।
খন্দকার মনজুর আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। পরে উপস্থিত নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।