
মোঃমোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
আজ অনুমান সন্ধ্যা ৭.১৫ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা ৩নং চরএকুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমিন পলাশের নির্বাচনি অফিস তেমুহানী বাজার ভাংচুর করে প্রতিপক্ষ আওয়ামী লীগের সর্মথিত প্রার্থী চেয়ারম্যান মোঃ মকিম তালুকদারে বড় ছেলে মাজেদ, মেজে ছেলে সাজেদসহ সুমন বেপারি, মাহাদিন রাফিনসহ আর অনেক এই বিষয় রুহুল আমিন পলাশ দাবি করেন হামলা ও ভাংচুর করা সময় তার অফিসের মধ্য থাকা তিন জন লোকে শারীরিক ভাবে নির্যাতন করেন এবং হুমকি প্রধান করেন এই বিষয় রুহুল আমিন পলাশ থানায় মৌখিক অভিযোগ করেন বলে দাবি করেন এখন তেমুহানি বাজার সাধারন মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনে অগঠন গঠতে পারে।