
প্রেস বিজ্ঞপ্তি
র্যাবের পৃথক অভিযানে ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা হতে ৪২৮৫ পিস ইয়াবা ও ০৪ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৭ মে ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১২:২৫ ও ১৬:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় ও রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী ধোলাইপাড় বটতলা এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক মোট ৮,০৪,৯০০/- (আট লক্ষ চার হাজার নয়শত) টাকা মূল্যের ৩,২৮৩ (তিন হাজার দুইশত তিরাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। নুর আলম (৬৫), ২। মোঃ সৈয়দ নুর (৩০) ও ৩। মোঃ সেলিম আহমেদ (৩৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৫টি মোবাইল ফোন ও নগদ- ৫০১০/- (পাঁচ হাজার দশ ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ১৭:৫০ ও ২১:৩০ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া বটতলা এলাকায় ও একই থানাধীন ইকুরিয়া এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,২০,৬০০/- (চার লক্ষ বিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ১,০০২ (এক হাজার দুই) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ মিলন হোসেন (২০) ও ২। মোঃ ওহায়েদুল হক জামান মিস্ত্রী (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
_____________________________
Cell: +8801847474393