
বুড়িচং প্রতিনিধি।।
২৩ মে সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন এর নির্দেশে বুড়িচং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
এ সময় তিনি মোঃ শাহ আলম নামে এক লিচু ব্যবসায়ীকে এক ক্রেতার নিকট ১০০ লিচুর দাম রেখে লিচু বিক্রয় করতে দেখেন। মোঃ ছামিউল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালতের নিকট সন্দেহ হওয়ায় সবার সামনে লিচু গণনা করে ১০০ টি লিচুর মধ্যে ১২ টি লিচু কম পাওয়া যায়। পরে তার নিকট রক্ষিত সকল বান্ডিলের লিচু গণনা করে ১০০ টির কম পাওয়া যায়। এ সময় সে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় পরিমানে কম দেওয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১০০০০( দশ হাজার) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।