
মোঃ আজিজার রহমান, জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরের সুলতানপুরে জমি চাষের সময় চাচার ট্রাক্টরের ফালায় কাটা পড়ে শিশু রাফিন বাবু (১০) মর্মান্তিকভাবে নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফিন বাবু। সে রফিকুল ইসলামের দুই ছেলের মধ্যে বড় সন্তান। স্হানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল রাফিন।
পাবর্তীপুরের মধ্যপাড়া পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, ট্রাক্টর দিয়ে নিজেদের জমি চাষ করছিল চাচা আজিজুল হক। এসময় ওই ট্রাক্টরে উঠে পড়ে শিশু রা। হঠাৎ করে নিচে ছিটকে পড়ে ট্রাক্টরের ফলার কাটায় দুর্ঘটনাস্হলেই প্রাণ হারায় শিশুটি রাফিন বাবু। এঘটনায় সাধারন ডাইরি রেকর্ড করা হয়েছে। তবে পরিবারের আপত্তি না থাকায় ময়ন তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্হা নিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।