
পেকুয়া প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউপির হাজীর পাড়া এলাকায় ধর্ষণের পর আত্নহত্যায় প্ররোচনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া এলাকার বাসিন্দা মকছুদ আহমদের ছেলে ও মামলার ১ নাম্বার আসামী আবুল কাশেম (২০) এবং পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বাসিন্দা মৃত আবুল হোসন (প্রকাশ বাদশাহর) ছেলে আলমগীর (২০)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পেকুয়া থানায় দায়ের করা ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার একটি মামলার আসামী চট্টগ্রামে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই নাদির শাহ্’র নেতৃত্বে পুলিশের একটি টিম হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ধৃত আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জুলাই রাজাখালী ইউনিয়নের হাজির পাড়ার বাসিন্দা আইয়ুব আলীর মেয়ে রেখা মনি (১৪)কে অপহরণ করে জোর পূর্বক ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেখা মনি আত্মহত্যা করে। ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের পিতা বাদী হয়ে আবুল কাশেমকে প্রধান আসামী এবং আলমগীর নামে অপর যুবককে দুই নাম্বার আসামী করে একটি মামলা দায়ের করা হয়।