
শাকিল আহম্মেদ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ২ শিক্ষকের বিদায় উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব ও সিনিয়র শিক্ষক আব্দুর রশিদকে অবসরজনিত বিদায় জানানো হয়।
পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ বাচ্চুর সভাপতিত্বে ও অফিস সহকারী মাহফুজুর রহমান রুমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চান মিয়া চানু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মাহমুদ, সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, আব্দুর রশিদ প্রমুখ।