
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৬ এর অভিযানে যশোর হতে চাঞ্চল্যকর আফজাল হত্যা মামলার ০১ জন আসামী গ্রেফতার।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
যশোর জেলার কোতয়ারী মডেল থানাধীন নাজির শংকরপুর এলাকায় স্থানীয় পলাশ উদ্দিনসহ তার সহযোগীরা মাদক ব্যবসা করে। আসামীদের এহেন কাজে ভিকটিম আফজাল হোসেন বাধা দেওয়ায় তাদের বিরোধের সৃষ্টি হয়। গত ২৯ মে ২০২২ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় আসামী পলাশ উদ্দিন তার সহ ১০/১২ জন আসামীরা ভিকটিমকে স্থানীয় নাজির শংকরপুর চাতালের মোড়ে পেয়ে পূর্ব শত্রুতার জের হিসেবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
এ সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ এর একটি আভিয়ানি দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ০২ জুন ২০২২ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার আসামীরা যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হৈবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আফজাল হত্যা মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ পলাশ উদ্দিন(২৪), পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, গ্রাম-নীলগঞ্জ তাতীপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।