
ধর্মপাশা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক, অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ধর্মপাশা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ফুটবল দলের কোচ তরিকুল ইসলাম পলাশ, খেলোয়াড় সাইফুল ইসলাম। পরে প্রত্যেক খেলোয়াড়ের হাতে উপহার হিসেবে নগদ অর্থ ও খেলার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দিলীপ, ধর্মপাশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, আজকের পত্রিকা’র প্রতিনিধি আতিক ফারুকী, বাংলার আলো নিউজ প্রতিনিধি শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
উল্লেখ্য গত ২ জুন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ধর্মপাশা উপজেলা দল জগন্নাথপুর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে।