
ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে এক স্কুলছাত্র আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত স্কুলছাত্র ইমন সরদার (১৬) ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মজিবর সরদারের ছেলে ও ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র।
অভিযোগ সুত্রে জানাযায়, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার রাজপাশা গ্রামের জামাল সরদার, লাভলী আক্তার মন্নী,ফজলুল ওরফে ফুলু সরদার তাদের নানা ভাবে ক্ষতি সহ হয়রানি করে আসছে। উক্ত বিবাদীরা গত ১০ জুন দুপুরে ইমন সরদারকে নিজ বসত ঘরের সামনে থেকে ধরে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখে এবং তাকে এলোপাথারি ভাবে মারধরের পর ইট দিয়ে মাথার বাম পাশে আঘাত করে মারাক্তক ভাবে রক্তাক্ত ফুলা জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে বিবাদীরা দাও লাঠি নিয়ে তাদের ধাওয়া করে এবং তাদের প্রাণ নাশের হুমকি দেয়।
এ সময় স্থানীয়রা আহত ইমনের ডাক চিৎকার শুনে এগিয়ে এলে বিবাদী পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ভা-ারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি জিডি করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।