
মোঃরিফাত ইসলাম, জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। আজ সকাল এগারোটা হতে বেলা বারোটা পর্যন্ত ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষকদের উপর এ সন্ত্রাসী হামলার ক্যাম্পাসে একটি মানববন্ধন ও শহীদ মিনার চত্ত্বরে কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোঃ আশরাফুল আলম, রাজেন্দ্র কলেজ কমিটির সম্পাদক মোঃ আইয়ুব আলী শেখ প্রমুখ। সভায় শিক্ষকবৃন্দ গত ০৮ ই জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষকদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা শিক্ষকদের উপর হামলাকারীদের খুজেঁ বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।