
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সাংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধি করে এক শতাংশ করাসহ ৮ দফা দাবিতে আজ (১৮ জুন) শনিবার বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোরের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর পরিচালনায়।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভার আলোচনা পর্বে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, দীপংকর দাস রতন, আব্দুল খালেক, অধ্যক্ষ শাহিন ইকবাল, আনোয়ারুল করিম শোহেল, এাডঃ আমিনুর রহমান হিরু, এ্যাডঃবাসুদেব বিশ্বাস, এ্যাডঃ মাহমুদ হাসান বুলু,রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম সহ যশোরের সাংস্কৃতিক নেত্রীবৃন্দ।
জোটের সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু জোটের ৮ দফা দাবী তুলে ধরেন। বক্তারা বলেন- বাঙালী সাংস্কৃতি স্বাধীনতার চেতনা প্রচার ও প্রসারের একমাত্র জায়গা। কিন্তু বর্তমান সরকারের পরিকল্পনাকারীরা অব্যাহতভাবে সাংস্কৃতিক বিভাগকে অবহেলা করে সাম্প্রদায়িক শক্তির পৃষ্টপোষকতাকারী সেক্টরে বাজেট বাড়িয়েই চলেছে। যা আমাদের জাতির জন্য বিপদজ্জনক।
এ জন্য অবশ্যই আমাদের ৮ দফা দাবী – সংস্কৃতিকে জাতির মনন বিকাশের সোপান বিবেচনা করে জাতীয় বাজেটের ১ % সংস্কৃতি খাতে বরাদ্দ, প্রত্যেক উপজেলায় ৫০০ আসনের ও ঢাকা মহানগরীর ৫ লক্ষ নাগরিকের জন্য একটি করে আধুনিক মিলনায়তন নির্মাণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশনসমূহের স্থায়ী দপ্তর নির্মাণের জন্য মতিঝিলের ক্রীড়া পল্লীর অনুরূপ জায়গা বরাদ্দ প্রদান, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার সাথে স্থানীয় সাংকৃতিক সংগঠনসমূহকে যুক্ত করা, সংস্কৃতিকর্মীদের আবাসনের জন্য সংস্কৃতিপল্লী নির্মাণ, শিক্ষা কার্যক্রমে সংস্কৃতিকে অন্তর্ভুক্ত ও বহুমুখি শিক্ষার পরিবর্তে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু, উপজেলা পর্যায়গুলোতে একজন করে শিল্পকলা অফিসার নিয়োগ প্রদান এবং প্রত্যেক জেলায় চারুকলা প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারি ও সল্পদৈর্ঘ চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর জন্য মিনি অডিটোরিরাম নির্মাণ করার যথাযথ পদক্ষেপ গ্রহন হবে।
সাংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধিসহ আটদফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনের কয়েক শতাধিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।